• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:১০:১২ (29-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:১০:১২ (29-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

শাহরাস্তিতে দুস্থ ও অসহায়দের মাঝে ঢেউটিন ও গোখাদ্য বিতরণ

২৩ এপ্রিল ২০২৫ সকাল ১০:৩৭:১২

শাহরাস্তিতে দুস্থ ও অসহায়দের মাঝে ঢেউটিন ও গোখাদ্য বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও গোখাদ্য বিতরণ করেছেন জেলা প্রশাসক।

২১ এপ্রিল মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার আয়োজনে প্রশাসন কমপ্লেক্স চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন, চাঁদপুর  জেলা প্রশাসক ও জেলা  ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, গত বছর প্রলয়ংকারী বন্যায় এই জনপদে ব্যাপক ক্ষতি হয়। ওই  ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিভিন্ন পর্যায় প্রণোদনা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এ জনপদের  প্রান্তিক পর্যায়ের অস্বচ্ছ অভাবী ব্যক্তিদের মাঝে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই এর সঠিক ব্যবহার করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্থ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউপির ১০ জন গোপালনকারীকে গোখাদ্য (ফিড) সহায়তা দেওয়া হয়।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে ৪০ বান ঢেউটিন বিতরণ করা হয়।

একই সময় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের হাতে ক্যারামসেট, ক্রিকেটসেট, ফুটবল, দাবা, বলিবল, বাস্কেটবল ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, সুবিধাভোগী ও বিশিষ্টজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ঈশ্বরদীতে কৃষক মাঠ দিবস পালিত
২৯ এপ্রিল ২০২৫ সকাল ১০:২৪:৩২