• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১২:০৮:৩৯ (31-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১২:০৮:৩৯ (31-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ যুবকের বাড়িতে চলছে শোকের মাতম

২৮ আগস্ট ২০২৪ সকাল ০৮:৩১:২৭

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ যুবকের বাড়িতে চলছে শোকের মাতম

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গার প্রবাসী যুবক নাজমুল শেখ(২৫)  চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মারা গেছেন।

জানা যায়, তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের পুত্র। গত ২৪ আগস্ট শনিবার দিবাগত রাতে  সৌদি আরবের দাম্মাম শহরে কোম্পানির কাজ শেষ করে বাসায় ফেরার পথে প্রাইভেটকার ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে ভাঙ্গার এক প্রবাসী যুবক লিয়নসহ ৬ জন নিহত ও নাজমুল গুরুতর আহত হন। ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৭ আগস্ট মঙ্গলবার সকালে নাজমুলও চলে যান না ফেরার দেশে। এ নিয়ে গত তিন দিনের ব্যবধানে ভাঙ্গার দুই প্রবাসীর মৃত্যু হলো।

২৭ আগস্ট মঙ্গলবার নাজমুলের নিহতের খবর গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার ভদ্রাসন গ্রামে পৌঁছালে এক হৃদয়ে বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্তানকে হারিয়ে মা-বাবা এখন পাগল প্রায়। গ্রামবাসী ও আত্মীয়-স্বজনরাও শোকের মাতম করছে।

তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. অলিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে সৌদি আরবে কাজ শেষ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাজমুল গুরুতর আহত হয়। মঙ্গলবার খবর পেলাম, নাজমুলও মারা গেছে ।

জানা গেছে, সংঘটিত দুর্ঘটনায় তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের সবাই মারা গেছেন। এদের মধ্যে দুইজনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। দুর্ঘটনার সময় গুরুতর আহত নাজমুল (২২) আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন ছিলেন।

স্বজনরা জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে সৌদি আরবের দাম্মামে ২৪ আগস্ট শনিবার রাত সাড়ে আটটার দিকে। নিহত আশফাক ফকির লিওনের (২২) বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসদরের চৌধুরীকান্দা সদরদী গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গীর ফকির।

পরিবারের সদস্যরা  জানান, লিওন ছিল পরিবারের একমাত্র ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট লিওন। লিওনের বড় বোন সৌদি আরবে থাকেন। তিনিই ছোট ভাইকে সেখানে লিওনকে নিয়েছিলেন। মাস খানেক হয় বাংলাদেশে এসেছেন লিওনের বোন ও ভগ্নিপতি। সংসারের হাল ধরতে অল্প বয়সেই এইচএসসিতে উঠে সৌদি আরবে পাড়ি জমান লিওন। সন্ধ্যার পরে ওরা সাত বন্ধু মিলে একটি প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। নাজমুল গুরুতর আহত হন। তিনদিন চিকিৎসাধীন থেকে তিনিও মৃত্যুবরণ করেন।

ওই দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে দু’জন বাংলাদেশি, অন্য পাঁচজন মিশরের নাগরিক বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জের নতুন ডিসি হলেন তৌফিকুর রহমান
৩০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:৩৮


সেনপাড়ায় ভুটভুটি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
৩০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮:৩০

রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারা
৩০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:৩৭