জেদ্দা (সৌদি আরব) প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ কবির।
দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে কনসাল জেনারেল বলেন, সুন্দর শিক্ষার পরিবেশ ও বিদেশের মাটিতে দেশের সম্মান সমুন্নত করতে ছাত্র-ছাত্রীদের সৌদি আরবের আইন শৃঙ্খলার মেনে চলতে হবে। এসময় তিনি মাদকমুক্ত শিক্ষার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম সচিব (শ্রম) আরিফুল ইসলাম ও স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন তাহসিন, আম্মার ও রাইখান।
নবীন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available