মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের গ্র্যাজুয়েশন কোর্সে দারুণ সাফল্য পেয়েছেন স্থানীয় ও প্রবাসী শিক্ষার্থীরা। কলেজটির দশম সমাবর্তন অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা। গ্র্যাজুয়েশন শেষে কর্মক্ষেত্রে সফলতার মুখও দেখছেন তরুণ এই পেশাজীবী শিক্ষার্থীরা।
বাংলাদেশের বাইরে অনেক দেশেই প্রবাসীদের দ্বারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালত হচ্ছে, যার অন্যতম হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ। দেশটিতে যাদের সাফল্যের দ্বারা প্রতিনিয়ত বাংলাদেশের মুখ উজ্জ্বল হচ্ছে, তেমনি একজন কীর্তিমান প্রবাসী শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি। যার হাত ধরেই দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এমআই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রতিষ্ঠিত এমআই কলেজের ১৭টি শাখায় রয়েছে তিন হাজারের বেশি স্থানীয় ও প্রবাসী শিক্ষার্থী। যার মধ্যে থেকে এক হাজার ১৪জন ডিগ্রি-গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের সমাবর্তন অনুষ্ঠান-২০২৪।
২৯ নভেম্বর শুক্রবার রাতে রাজধানী মালের গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে, প্রতি বছরের মতো এবারও দুটি অধিবেশনে এমআই কলেজের দশম সমাবর্তন-২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রাক্তন উপরাষ্ট্রপতি ফায়সাল নাসিম ও প্রাক্তন উচ্চ শিক্ষা পরিষদের সদস্য ড. রাশেদা মোহাম্মদ দিদি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশি আহমেদ মোত্তাকি ও মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের রেক্টর লামিয়া আব্দুল হাদী। এছাড়াও উপস্থিত ছিলেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপের রিজিওনাল ডিরেক্টর (এবিই) প্রবিন মাহিন্দ্রা।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপের প্রাক্তন উপরাষ্ট্রপতি ফায়সাল নাসিম উপস্থিত স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং মালদ্বীপের শিক্ষা প্রসারে প্রবাসী বাংলাদেশি আহমেদ মোক্তাকির অবদান সম্পর্কে গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষা উদ্যোক্তা ও মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ মোত্তাকি বলেন, প্রতিষ্ঠার ১৮ বছরে শিক্ষাক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ (এমআইসি)। আগামীতে কলেজটিকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করাসহ এর একটি শাখা বাংলাদেশেও খোলার স্বপ্ন দেখছেন তিনি।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী আহমেদ শাবাব বলেন, জীবিকার তাগিদে প্রবাসে এসে, নানা পেশায় যুক্ত থাকার পরও কাজের ফাঁকে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। পাশাপাশি কর্মক্ষেত্রেও পেয়েছেন দারুণ সফলতা।
উল্লেখ্য, মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ মোত্তাকির বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে মালদ্বীপে বসবাস করেছেন। তার প্রবাস জীবনে মালদ্বীপের সরকারি স্কুলের শিক্ষকতা দিয়ে শুরু করলেও এখন তিনি একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মালিকানাধীন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ মালদ্বীপে বাংলাদেশি খাদ্য ও কৃষিপণ্যের বড় আমদানিকারক হিসেবে খ্যাতি পেয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available