• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩১ রাত ১২:৫৫:০০ (19-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩১ রাত ১২:৫৫:০০ (19-Dec-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

অস্ট্রেলিয়ায় ভিক্টরি ডে সকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ওল্ড স্কুল

১৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৫:৪৮

অস্ট্রেলিয়ায় ভিক্টরি ডে সকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ওল্ড স্কুল

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় কাজী ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আয়োজিত ‘ভিকটরি ডে সকার টুর্নামেন্ট ২০২৪’  উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নের গ্রেঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে একত্রিত করা হয়েছিল।

৮ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি ছিল ক্রীড়াশৈলী, ঐক্য এবং সাংস্কৃতিক গর্বের এক অনবদ্য প্রদর্শনী। মোট ৭টি দল মেলবোর্ন থেকে এবং ১টি দল সিডনি থেকে অংশগ্রহণ করে।

]ভিক্টরি ডে সকার টুর্নামেন্টের ফাইনালে সিডনি ভিত্তিক দল ‘ওল্ড স্কুল’ এর মুখোমুখি হয় ‘দ্য কিকিন কমেডিয়ানস এফসি’। শিরোপা নির্ধারণীর রোমাঞ্চকর ম্যাচটিতে পেনাল্টি শুটআউটের মাধ্যমে শিরোপা জিতে নেয় ওল্ড স্কুল। অন্যদিকে প্লেটস কাপের ফাইনালে গ্লেনফেরি ওভালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরন স্টর্ম। এখানেও ফল নির্ধারিত হয় পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র জশ গিলিগান, গ্রেঞ্জ ওয়ার্ডের কাউন্সিলর শ্যানন ম্যাকগুয়ের, মুক্তিযোদ্ধা শামসুজ জামান তৌমুর, ফুটবল অস্ট্রেলিয়া থেকে আব্রাহাম, এবং অ্যাক্টিভেট ইউথ থেকে জাজির নিজামুদ্দীন ও তাসিন কামাল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়, যা দুটি দেশের মধ্যে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক হিসেবে উদ্ভাসিত হয়। এই টুর্নামেন্টটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা ছিল না, বরং এটি সাংস্কৃতিক বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং ঐক্যের উদযাপন। প্রতিটি দল বৈচিত্র্যময় খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ছিল, যা আমাদের কমিউনিটিতে পারস্পরিক সম্পর্ক ও ঐক্যের শক্তি প্রদর্শন করেছে।

এ খেলার আয়োজন করে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ এবং বর্ণ টু স্মাইল ইউরোপ এবং নেতৃত্বে ছিলেন ইমরান খান ও মজেদ উল হক। আয়োজকরা তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই ইভেন্টকে সফল করতে যারা সমর্থন প্রদান করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বদলগাছীর সিনিয়র সাংবাদিক আবু সাঈদ আর নেই
১৮ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:০৪:৩১




ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
১৮ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৭:৩৫

রূপায়ণ প্রপার্টি এক্সপো-২০২৪ এর উদ্বোধন
১৮ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৭:২৩