• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:১১:০৯ (13-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:১১:০৯ (13-Jan-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বিদেশে পাচারের অভিযোগে দুই প্রবাসীসহ ৬ জনের নামে দুই মামলা

৮ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৫৩:০৮

বিদেশে পাচারের অভিযোগে দুই প্রবাসীসহ ৬ জনের নামে দুই মামলা

বরিশাল ব্যুরো: ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার এবং নির্যাতনের অভিযোগে দুই সৌদি প্রবাসীসহ ৬ জনের নামে পৃথক দুইটি মামলা হয়েছে।  

৭ জানুয়ারি মঙ্গলবার বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে পাচারের শিকার দুই ব্যক্তি মামলা করেন।

ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহম্মেদ একটি মামলার এজাহার হিসেবে অপরটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।  

একটি মামলার বাদী হলেন বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা মো. মনির তালুকদার ও অপরটির বাদী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিম।  

মনির তালুকদারের মামলায় আসামি হলেন- সৌদি প্রবাসী মনির ফকির, তার স্ত্রী সম্পা বেগম, বাবা তোরাই ফকির ও মা জাহানারা বেগম। ইব্রাহিমের মামলার আসামি সৌদি প্রবাসী সাইফুল ইসলাম ও তার স্ত্রী নুপুর বেগম।  

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখায় প্রবাসী মনির ও সাইফুল ইসলাম। প্রলোভনে সাড়া দিয়ে মনির ফকির তিন লাখ ও ইব্রাহিম সাড়ে চার লাখ টাকা দেয়। ইব্রাহিম ২০২২ সালের ৭ জুন সৌদি আরবে যায়। সেখানে যাওয়ার পর তাকে মরুভূমিতে শাক-সবজির ক্ষেতে চাকরি দেয়। চাকরি করতে না চাইলে তাকে নির্যাতন করা হতো। ২০২৪ সালের ১৮ নভেম্বর তিনি দেশে ফিরে আসেন।  

মনির তালুকদার ২০২৪ সালের ৬ এপ্রিল সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখা হয়। পরে আরও ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে নির্যাতন করা হতো। এতে সে অসুস্থ হয়ে পড়লে সৌদি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার পর সুস্থ হলে গত ১ জানুয়ারি দেশে ফিরে আসে। দেশে ফিরে টাকা ফেরত চাইলে দুইজনকে হত্যার হুমকি দেয়। তাই ন্যায় বিচার পেতে আদালতে মামলা করেছেন দুই ভুক্তভোগী।  

তুহিন মোল্লা বলেন, মনির তালুকদারের মামলা এজাহার হিসেবে ও ইব্রাহিমের মামলা তদন্ত করে গৌরনদী ও বাবুগঞ্জ থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দোয়ারাবাজারে ৮২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক
১৩ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৯:২৮