• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৪৫:৪৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৪৫:৪৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

আমেরিকার এনওয়াইপিডিতে ইন্সপেক্টর হলেন সিলেটের আব্দুল্লাহ

৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৫৯:৪৫

আমেরিকার এনওয়াইপিডিতে ইন্সপেক্টর হলেন সিলেটের আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার, সিলেট: বিশ্বের অন্যতম সেরা পুলিশ বিভাগ আমেরিকার এনওয়াইপিডিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন খন্দকার আব্দুল্লাহ। তিনিই প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে এত উচ্চপদে আসীন হলেন।

সিলেট বালাগঞ্জ তালতলা গ্রামের মোকাম বাড়ির এই কৃতি সন্তানের পদোন্নতির খবরে আনন্দের জোয়ার বইছে তার পিতৃভূমিতে। গ্রামবাসীসহ মোকাম বাড়ির সবাই এতে উল্লসিত।

খন্দকার আব্দুল্লাহ একজন অভিবাসী, তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে যান। জন জে ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী খন্দকার আব্দুল্লাহ তার কাজের জন্য ইতোমধ্যে অনেক পুলিশ পদক লাভ করেছেন। সিলেটের বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের সন্তান খন্দকার আব্দুল্লাহ, শৈশবে আমেরিকায় গেলেও এখন সাবলীল বাংলায় কথা বলেন। তিনি তার পরিবারের সাথে নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করেন।

২০০৫ সালের গ্রীষ্মে খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদান করেন। কলেজে পড়ার সময় তিনি একটি জব ফেয়ারে দেখেছিলেন যে এনওয়াইপিডি লোক নিয়োগ করছে। প্রথমে অনেকটা কৌতূহলের বশেই তিনি খণ্ডকালীন ইন্টার্ন হিসেবে পুলিশ বিভাগে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন। ধীরে ধীরে নিজের যোগ্যতা প্রমাণ করে এই পদে আসীন হন তিনি।

অভিবাসী পরিবারের সন্তান হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন সেই সময়েই তাকে পেয়ে বসেছিল। খন্দকার আব্দুল্লাহ ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ গ্রহণ করেন। বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অভিহিত করছেন পিতৃভক্তির মানুষেরা।

এই পদোন্নতির আগে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশি ডেপুটি ইন্সপেক্টর। বর্তমানে ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক সিটির ৮১তম প্রিসিংক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অব্যাহত পরিশ্রম পরবর্তী ধাপে এনওয়াইপিডি-তে প্রধানের (Chief) পদে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। তার এমন সাফল্যের খবরে গর্বিত তার স্বজনরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ই-ক্লাবের নতুন সভাপতি অন্তু করিম, সম্পাদক জিসান
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:০৪:৩০


আইএলওর মানদণ্ডে উন্নীত হচ্ছে শ্রম আইন: ড. ইউনূস 
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৩১:২১

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:১৯:৩১