মালদ্বীপ প্রতিনিধি:- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে ফুটসাল টুর্নামেন্ট। পাঁচটি দেশের মোট ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছে বাংলাদেশিদের তিলাফুশি ফুটবল ক্লাব। সারাদিনের বৃষ্টি উপেক্ষা করেও এই টুর্নামেন্টকে ঘিরে প্রবাসীদের উন্মাদনা ছিলো তুঙ্গে। দৈনন্দিন কর্মব্যস্ততার পাশাপাশি দেশটিতে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদের উজ্জীবিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের গ্রাউন্ড স্পন্সরে ছিলেন বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান 'ঢাকা ট্রেডার্স।
বিশ্বব্যাপী পর্যটনে খ্যাতি অর্জন করা মালদ্বীপের দূরত্ব বাংলাদেশ থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার। এখানে প্রায় ৭০ থেকে ৮০ হাজার বাংলাদেশি প্রবাসী রয়েছে। হৃদয়ে লাল সবুজের মাহাত্ম্য ধারণ করে, দূর দেশে থেকেও মাতৃভূমিকে শ্রদ্ধা জানাতে ভুলেন না তাঁরা। দেশকে প্রতিনিধিত্ব করেন নানা উৎসাহ উদ্দীপনায়। তেমনিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণীয় করে রাখতে, দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা নানা কর্মসূচি পালনের পাশাপাশি আয়োজন করেন ফুটসাল টুর্নামেন্টেরও। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিকদেশসহ মোট পাঁচটি দেশের ২০টি দলের সমন্বয়ে এই টুর্নামেন্টের আয়োজন করে দেশীয় ফুটবল ক্লাব 'ডিএফটি,।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল তবুও দিনব্যাপী খেলা চলে রাজধানীর ফুটবল মাঠে। খেলায় অংশ নেয়া দলগুলি একে একে বিদায় নেওয়ার পর ফাইনাল ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরপুর। দুই দলই নির্ধারিত সময়ে সমতায় থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস উত্তেজনায় শ্রীলঙ্কান লায়ন্সকে ৩-৪ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় প্রবাসী বাংলাদেশিদের তিলাফুশি ফুটবল ক্লাব।
টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বিজয়ী দল ও রানার্সআপ দলকে পুরস্কার এবং নগদ প্রাইজমানি তুলে দিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। এ সময় প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, এই ধরনের ক্রীড়ার আয়োজন শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, এটি মানসিক প্রশান্তির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আগামীতে প্রবাসীদের নিয়ে এমন বিনোদনমূলক আয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ঢাকা ট্রেডার্স এর কর্ণধার বাবুল হোসেন ও ব্যবসায়ী আক্তার হোসেন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available