মালদ্বীপ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখা।
সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যায় দেশটির রাজধানী মালের আহমাদিয়া ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংগঠনটির আহ্বায়ক মাসুম মুন্নার সভাপতিত্বে, সদস্য সচিব নুর নবী মানিক ও যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান ও সিনিয়র সহ সভাপতি নেহের মিয়া রানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,সহ সভাপতি মো. ফারুক, আলতাফ হোসেন,আলমগীর মজুমদার, রহিম,সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি কারণ জাতীয়তাবাদী দল কে নিয়ে বিভিন্ন কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মালদ্বীপে কেন্দ্র ঘষিত বিএনপির কমিটির পাশাপাশি সেচ্ছাসেবক দলের কমিটিও রয়েছে, আশা করি আগামীতে যুবদলের কমিটিও আসবে।আর দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের নেতা তারেক রহমান এর হাত কে আরো শক্তিশালী করতে, এই মুহূর্তে আমাদের সকলের ঐক্যের কোন বিকল্প নেই।
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ, আলমগীর হোসেন, ফয়সাল আমিন, মো. খোকন, মো. মহিউদ্দিন, মো. আলী, প্রস্তাবিত যুবদলের নেতা আরিফুল ইসলাম, আবদুল মান্নান, মাহাবুব আলম প্রমুখ।
ইফতারের আগে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত সহ রমজানের ফজিলত নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন প্রবাসী সাংবাদিক মো. আল আমিন।
শেষে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করে, ইফতার মাহফিলে আগত সকল নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনটির আহ্বায়ক মাসুম মুন্না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available