বিশেষ প্রতিনিধি: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জন, প্রবাসীদের সমৃদ্ধি ও প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও মিডিয়া পেশাজীবীদের একত্রিত করে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলানেক্সট—বিশ্বব্যাপী বাংলাদেশিদের জন্য গঠিত সর্ববৃহৎ সোশ্যাল কমিউনিটি প্ল্যাটফর্ম।
৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় দুবাইয়ের ‘সেভেন সিস’ পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় কমিউনিটির এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলানেক্সট কমিউনিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ রায়হান আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব বাঁধন আহমেদ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমের বিশিষ্ট প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, বাংলানেক্সট-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একটি প্রযুক্তিনির্ভর কমিউনিটিতে সংযুক্ত করা, যেখানে কনটেন্ট নির্মাতা, ব্যবসায়ী ও মিডিয়া প্রফেশনালদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান, সম্পদ ও সুযোগের আদান-প্রদান সম্ভব হবে।
এই প্ল্যাটফর্ম বাংলাদেশ ও প্রবাসীদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবে এবং প্রবাসী সমাজের মেধা ও সম্পদকে দেশের উন্নয়নে কাজে লাগাবে—এমনটাই আশা করেন আয়োজকরা।
অনুষ্ঠানে অতিথি ও উপস্থিত সাংবাদিকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন। বক্তারা আরও আশা প্রকাশ করেন যে, বাংলানেক্সট বিশ্বব্যাপী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এবং একটি সফল, কার্যকর এবং স্থায়ী প্ল্যাটফর্মে পরিণত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available