বিশেষ প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সফলভাবে সম্পন্ন হলো বাংলানেক্সট’র বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জমকালো আয়োজন ‘মাটির টানে রঙের বৈশাখ’।
১৪ এপ্রিল সোমবার পহেলা বৈশাখ সন্ধ্যায় দুবাইতে ‘সেভেন সিস’ পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরাব খান, সাধারণ সম্পাদক মো: আলী আকবর আশা, কার্যনির্বাহী সদস্যগণ, আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পুরো আয়োজনজুড়ে ছিলো বৈশাখী খাবার, আন্তর্জাতিক বুফে, লোকনৃত্য ও সংগীত, সম্মাননা প্রদান, সরাসরি আলাপচারিতা, মিডিয়া সংযোগসহ সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো এক উৎসবমুখর পরিবেশে অনবদ্য পারফরম্যান্স এবং উপস্থিত সকলের সাথে আলাপ-আলোচনা।
এসময় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি আরব খান,, সহ-সভাপতি শেখ রায়হান আব্দুল্লাহ, সহ-সভাপতি বাঁধন আহমেদ, সাধারণ সম্পাদক মো: আলী একবার আশা, সহ- সাধারণ সম্পাদক মামুন ইসলাম, কোষাদক্ষ রাসেল রেজা, সাংগঠনিক সম্পাদক রাসেল আকন্দ, সি: সহ-সভাপতি ও প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক ফারহানা আফরিন ঐশী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ চৌধুরী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম শাওন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available