ইউএই প্রতিনিধি: খেজুর গাছের ছায়া ঘেরা মরুর শহরে হঠাৎ যেন বাংলা নববর্ষের রং ছড়িয়ে পড়ে। আকাশে বাতাসে সাজে গানে প্রাণের আহবানে আবুদাবির বুক জুড়ে বাজে ডাক, গায়ে পড়া লাল সাদা, মুখে হাসি আর পহেলা বৈশাখের আনন্দ । নতুন দিনের প্রত্যাশা আর পুরনো দিনের স্মৃতিকে সঙ্গে নিয়ে বাংলা ১৪৩২ কে স্বাগত জানাতে বাংলাদেশ দূতাবাস আবুধাবির আয়োজনে অনুষ্ঠিত হলো এক জমজমাট বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
নাচে-গানে মাতিয়ে জাঁকজমক আয়োজনে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব-১৪৩২ উদযাপন করা হয়েছে। ১৮ এপ্রিল শনিবার দিনব্যাপী আবুধাবির শেখ খলিফা-বিন-যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে ফিতা কেটে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও রাষ্ট্রদূতের সহধর্মিনী উম্মে রুম্মান।
প্রথমবারের মতো এবার বৈশাখী উৎসবে যোগ দেন মালয়েশিয়া, নিউজিল্যান্ড, গাম্বিয়া, মালদোভা ও বসনিয়া ও হার্জেগোভিনার রাষ্ট্রদূত পত্নীগণ। দিনব্যাপী এই আয়োজনে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতিমনা ও বিনোদনপ্রিয় হাজার হাজার প্রবাসী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। স্কুলের সুবিশাল অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে বাইরের মাঠে ছড়িয়ে পড়ে প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতি ও আনন্দ উল্লাস। এই মেলার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প, সংগীত ও পাকশৈলীকে বিদেশে বসবাসরত বাংলাদেশি ও আন্তর্জাতিক অতিথিদের সামনে তুলে ধরা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় একক ও সমবেত গান, কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য এবং শিশু-কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা।
দিনব্যাপী এই উৎসবে নানা আনুষ্ঠানিকতার মাঝে ছিল নারী ও শিশুদের আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী নানান ধরনের খাবার ও দেশীয় হস্তশিল্প প্রদর্শনী, আলোচনাসভা, সংগীত, ঐতিহ্যবাহী নৃত্য, কস্টিউমস শো, পুরস্কার বিতরণ ও উত্তেজনাপূর্ণ র্যাফেল ড্র। অংশগ্রহণ করেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী শিশু-কিশোর, বাংলাদেশি কমিউনিটির নেতা, চিকিৎসক, ব্যবসায়ী ও পেশাজীবীরা।
বর্ষবরণের এই মেলায় ১৬টি বাংলাদেশি প্রতিষ্ঠান ও সংগঠন বাঙালির ঐতিহ্যবাহী নামে স্টল স্থাপন করে। বাংলাদেশ দূতাবাসের ‘দূতাবাস কর্নার’, বাংলাদেশ সমিতির ‘আমার বাংলাদেশ’, শেখ খলিফা বিন জায়েদ স্কুলের ‘আহার বিহার’, ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্টের ‘ঐক্যতান’, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশনের ‘দুরন্ত বৈশাখ’, বাংলাদেশ মহিলা সমিতির ‘রঙের বৈশাখ’, বরিশাল সমিতির ‘বৈঠক খানা’। এছাড়া বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, আহলিয়া ও ইনডেক্স এক্সচেঞ্জ, প্রাণ, দেশীয় মুখরোচক খাবারের দোকান ও শিশুদের খেলনার পসরা নিয়ে স্টল বসে এবারের মেলায়। প্রতিটি স্টলে ছিল ঐতিহ্যবাহী খাবার, পান্তা-ইলিশ, ফুচকা, জিলাপি, সেমাই ও বিভিন্ন মিষ্টান্নের স্টল ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র।
রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর লুৎফুন নাহার নাজিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত দুবাইয়ের কনস্যুলেট জেনারেল মো. রাশেদুজ্জামান, কনসাল জেনারেলের পত্নী লুৎফুন নাহার তানিয়া, দূতাবাস ও কনস্যুলেট পরিবার, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, আব্দুস সালাম তালুকদার, আবুল বাসার, জাকির হোসেন খতিব, মাওলানা আবুল কালাম আজাদ, প্রকৌশলী মোহাম্মাদ আলী, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল প্রমুখ।
এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, এ দেশের মাটিতে যেন বাংলাদেশিদের একটি সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচিত করতে পারি।
অনুষ্ঠানের শেষ পর্বে আকর্ষণীয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available