বিশেষ প্রতিনিধি: বাংলানেক্সটের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় বাংলাদেশের প্রথম কনটেন্ট ক্রিয়েটরস হিসাবে আরব আমিরাতের ‘গোল্ডেন ভিসা সার্টিফিকেট’ পেলেন শুভাশিস ভৌমিক। আমিরাত সরকারের এই বিশেষ ক্যাটাগরিতে অফিসিয়ালি তিনি এ সার্টিফিকেট পান।
এক্ষেত্রে বাংলানেক্সটের পক্ষে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করেন বাংলানেক্সটের সম্মানিত প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি আলী আকবর আশা। সংযুক্ত আরব আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে ‘কনটেন্ট ক্রিয়েটরস’ ক্যাটাগরির মর্যাদায় এ সন্মান এর আগে কোন বাংলাদেশী পাননি।
তবে বাংলাদেশ থেকে এর আগে একই মাধ্যমে মেগা স্টার শাকিব খান মিডিয়া প্রফেশনাল ক্যাটাগরিতে ও এক্সপার্ট জার্নালিস্ট ক্যাটাগরিতে কেরামত উল্লাহ বিপ্লব এই সম্মান সূচক সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ডেন রেসিডেন্সি ভিসা পান। এছাড়াও ভারত থেকে অভিনেতা ও সুপার স্টার রজনীকান্ত, শাহরুখ খান, সনজয় দত্ত ও টেনিস তারকা সানিয়া মির্জা আরব আমিরাতের গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন।
যদিও বিনিয়োগ, ব্যবসাসহ নানা ক্ষেত্রে এরইমধ্যে বহু প্রবাসী ভারতীয় ও বাংলাদেশী গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন। এটাকে গোল্ডেন ভিসাও বলা হয়। এটা আমিরাত সরকারের একটি বিশেষ কর্মসূচি। এই ভিসার অধিকারীরা আলাদা মর্যাদা পান দেশটিতে । শুভাশীষ ভৌমিক এর কনটেন্ট ক্রিয়েটরস হিসাবে মিডিয়া প্রফেশনালকে বিশেষ বিবেচনায় নিয়েছে আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিল।
বিভিন্ন দেশের খ্যাতিমান পেশাজীবীদের বিশেষ ক্যাটাগরিতে এই সুবিধা দেয়া হয়। গোল্ডেন রেসিডেন্সিপ্রাপ্তরা আমিরাতের নাগরিক না হলেও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সরকারি অনুষ্ঠানে যোগদান, বিমানবন্দরে প্রিভিলেজসহ নানা সুবিধা পান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available