অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের মাওরি রাজা কিংগি তুহেইতিয়া পুতাতাউ তে ওয়েরোহেরো সপ্তম মারা গেছেন। ৩০ আগস্ট শুক্রবার স্থানীয় সময় সকালে কিংগিটাঙ্গা বা মাওরি রাজা আন্দোলন সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানায়। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুর সময় স্ত্রী এবং তিন সন্তান রাজার পাশে ছিলেন। (বিবিসির)
মুখপাত্র রাহুই পাপা বলেন, রাজ্যাভিষেকের ১৮তম বার্ষিকী উদযাপনের কয়েকদিন পরই রাজার হার্ট সার্জারি করা হয় এবং এরপর সুস্থ হওয়ার জন্য তিনি হাসপাতালেই ছিলেন। কিংগি তুহেইতিয়ার এই মৃত্যুতে কিংগিটাঙ্গা, মাওরি ডোম এবং সমগ্র জাতির অনুসারীদের জন্য বড় দুঃখের মুহূর্ত।
তুহেইতিয়া রাজা তুহেইতিয়া পাকিতে ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে তার মা তে আরিকিনুই ডেম তে আতাইরঙ্গিকাহুর মৃত্যুর পর তাকে রাজার মুকুট দেওয়া হয়। তার মায়ের মতো রাজা তুহেইতিয়াকেও ঐক্য গড়ে তোলার একজন মহান ব্যক্তিত্ব হিসাবে দেখা হতো।
ওই সময় তিনি বলেন, আসুন আমরা যে ঝড়ের মুখোমুখি হয়েছি, তার মধ্যেও এগিয়ে যেতে থাকি, চিন্তা করার দরকার নেই। এই ঝড়ে আমরা শক্তিশালী। ঐক্যবদ্ধ। আমাদের পালের বাতাস হচ্ছে কোটাহিতঙ্গা (ঐক্য) এবং এটিকে সাথে করেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাব।
কিংগিটাঙ্গার নেতারা রাজা তুহেইতিয়ার উত্তরসূরি নির্বাচন করবেন এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন রাজার নাম ঘোষণা করা হবে না। সম্প্রতি মাওরিদেরকে লক্ষ্য করে প্রণীত নীতির মুখোমুখি হওয়ার জন্য তাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available