আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে।
৮ সেপ্টেম্বর রোববার দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, জ্বালানিভর্তি ট্রাকের সঙ্গে গবাদিপশু বহন করা একটি ট্রাকের সংঘর্ষে ভয়াবহ এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।
নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব জানান, প্রাথমিকভাবে ৩০টি মরদেহ পাওয়া গেছে। পরে আরও ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়। সবাই পুড়ে মারা গেছেন। তাদের গণদাফন করা হয়েছে।
নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো বলেছেন, রাস্তা ব্যবহারকারীদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সর্বদা সতর্ক থাকতে এবং সড়ক ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনার ঘটনা নতুন নয়। শুধুমাত্র ২০২০ সালেই এক হাজার ৫৩১টি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ঘটনা ঘটেছে দেশটিতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available