আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই ভারতের গঙ্গাসাগর মেলায় হিন্দু ধর্মের নাগা সাধুরা বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। ১ জানুয়ারি বুধবার এই হুমকি দেন তারা।
নাগা সাধুরা বলেন, “মাত্র এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেব।” বিএনপি নেতা রুহুল কবির রিজভীর “বাংলা-বিহার-উড়িষ্যা দখল” মন্তব্য ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তারা এই হুমকি দেন।
গঙ্গাসাগর মেলায় এক নাগা সাধু অভিযোগ করেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। কিন্তু মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখানে যদি হিন্দুরা তলোয়ার হাতে দাঁড়িয়ে যায়, তাহলে সব মুসলমান পালিয়ে যাবে।”
এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষত বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্যকে উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা।
ভারত ও বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে নাগা সাধুদের বক্তব্য নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ বহুদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। তবে নাগা সাধুদের এ ধরনের মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এই ধরনের হুমকি কেবল সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবে এবং দুই দেশের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available