• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে পৌষ ১৪৩১ দুপুর ০২:৩৬:১৬ (06-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে পৌষ ১৪৩১ দুপুর ০২:৩৬:১৬ (06-Jan-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুটি প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা চীনের

৪ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৩৬:২৮

ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুটি প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা চীনের

আন্তর্জাতিক ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সীমান্ত। ভারতের কেন্দ্রশাসিত প্রশাসনিক অঞ্চল লাদাখে প্রতিবেশী দেশ চীন দুটি নতুন প্রশাসনিক এলাকা ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যমকে এ তথ্য জানান।

গত বছরের অক্টোবর মাসেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দুদেশের। ডেমচক ও দেপসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় উভয় পক্ষ।

কিন্তু সীমান্ত পরিস্থিতি যে শান্ত হয়নি। এবার তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে। সেই লাদাখ ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে দেশটি। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া গত ২৭ ডিসেম্বর জানায়, চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং উইঘুর অটোনোমাস রিজিয়ন সরকার নতুন দুটি কাউন্টি বা প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। অঞ্চল দুটির নাম যথাক্রমে হেয়ান কাউন্টি ও হেকাং কাউন্টি।

সিনহুয়া আরও জানায়, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ এরই মধ্যে নতুন কাউন্টি দুটির অনুমোদন দিয়েছে। নতুন প্রশাসনিক অঞ্চল দুটি চীনের হোতান প্রিফেকচারের মাধ্যমে পরিচালিত হবে।

কিন্তু এই অঞ্চল দুটির বেশ কিছু অংশ ভারতের লাদাখে পড়েছে। স্বাভাবিকভাবেই দেশটির এই পদক্ষেপের ক্ষোভে ফুঁসছে নয়াদিল্লি। যার তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

৩ জানুয়ারি শুক্রবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি।

তিনি বলেন, ‘আমরা হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। আমরা কখনো এই এলাকায় চীনের অবৈধ দখলদারি স্বীকার করিনি।’

জয়সওয়াল আরও বলেন, ‘নতুন কাউন্টি তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না। আমরা চীনা পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বরিশালে নগর বিএনপির লিফলেট বিতরণ
৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৬:২৪