• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ রাত ১০:২৩:০০ (09-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ রাত ১০:২৩:০০ (09-Jan-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইসরায়েলের বর্বর হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক

৯ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৪৫:৪৭

ইসরায়েলের বর্বর হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৫ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা এ হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

৮ জানুয়ারি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৮ জন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৯৩৬ জনে পৌঁছেছে। গত ১৫ মাসের হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৯ হাজার ২৭৪ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে প্রতিশোধের নাম করে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অব্যাহত এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।

এছাড়া দখলদার বাহিনীর আগ্রাসনে নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। সেইসঙ্গে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে বাস করছেন গাজার প্রত্যেকটি বাসিন্দা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জিপির ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ অফার
৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৩২








সিদ্ধিরগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:৪৭