• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:০৬:২০ (13-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:০৬:২০ (13-Jan-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসের দাবানলে ফায়ার সার্ভিসের কর্মী সেজে চলছে লুটপাট

১৩ জানুয়ারী ২০২৫ সকাল ১০:২৮:৫০

লস অ্যাঞ্জেলেসের দাবানলে ফায়ার সার্ভিসের কর্মী সেজে চলছে লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক: টানা ছয় দিন ধরে দাবানলের আগুনে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। তীব্র বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে চলছে ব্যাপক লুটপাট।

বার্তা সংস্থা রয়টার্স আজ ১৩ জানুয়ারি সোমবার এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে এই দাবানল। এরই মধ্যে ভয়াবহ এই দাবানল ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাধ্য হয়ে অন্তত দেড় লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হরভাথ বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে ১২ হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। প্রতিটি রাত কাটছে অকল্পনীয় আতঙ্ক আর ভয়ে।’

এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী সেজে লুটপাটের ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ বলেছেন, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্যা বেড়েই চলেছে।

গত ৭ জানুয়ারি মঙ্গলবার থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আলাদা আলাদা ছয়টি দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে দুটি দাবানল খানিকটা নিয়ন্ত্রণে আনা গেলেও বাকি চারটি দাবানল এখনও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, প্যালিসেইডস দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেইডস দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তা রবার্ট লুনার দেয়া হিসাব অনুযায়ী, সেখানে আরও ৫৭ হাজার অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে ১ লাখ ৫৩ হাজার মানুষকে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দোয়ারাবাজারে ৮২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক
১৩ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৯:২৮