• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ বিকাল ০৪:৪২:৩১ (21-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ বিকাল ০৪:৪২:৩১ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য: ট্রাম্প

২১ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৬:০৩

শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:  আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি বলে জানিয়েছেন দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসা ডোনাল্ড ট্রাম্প। 

২১ জানুয়ারি মঙ্গলবার অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, পিট হেগসেথের নেতৃত্বে দেশ আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র। হেগসেথ দেশটির পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলবো। আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হবো না, অপমানিত হবো না। আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো। তার প্রশাসন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে, তবে তা ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমাদের।

এদিকে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার পরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। অপরদিকে তার অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হয়েছে। ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসে সমবেত হয়েছেন।

নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক, শিকাগোর ট্রাম্প টাওয়ার, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসের সিটি হলের বাইরে ট্রাম্প-বিরোধী র‍্যালিতে অংশ নেন বিক্ষোভকারীরা।

২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পয়োনিষ্কাশন ব্যবস্থার দাবিতে আলোচনা সভা
২১ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:০৫:২০

চার অতিরিক্ত ডিআইজিসহ ১৬ পুলিশ সুপারকে বদলি
২১ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৮:২৬