আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল থেকে মুক্তি পাওয়ার পর ৭০ ফিলিস্তিনি বন্দি মিশর পৌঁছেছে। বন্দি বিনিময়ে মুক্তিপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত এরা। ইসরায়েল বলেছিল, এদেরকে মিশরের মাধ্যমে কাতার এবং তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসিত করা হবে। তার অংশ হিসেবে ওই ৭০ ফিলিস্তিনিকে মিশরে নেয়া হয়েছে।
২৫ জানুয়ারি শনিবার মিশরের আল-কাহেরা নিউজ জানায়, এসব বন্দি ইসরায়েল দ্বারা ‘নির্বাসিত’ ছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।
এর আগে যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় জিম্মি করে রাখা হয়েছিল। পরে ওই চারজনের বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ২০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় নেতানিয়াহুর দেশ।
মুক্তি পাওয়া ২০০ জনের মধ্যে ১২১ জন ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। এদের মধ্যে কয়েকজনকে ইসরায়েলি আদালত একাধিক খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৯৮৬ সাল থেকে দীর্ঘ ৩৯ বছর ধরে কারাগারে থাকা ব্যক্তিও আছেন।
বিবিসি জানায়, শনিবার মুক্তিপ্রাপ্ত প্রায় অর্ধেক বন্দিকে পশ্চিম তীরে তাদের বাড়িতে ফিরে যেতে দেয়া হবে। তবে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৭০ জনকে মিশরের মাধ্যমে কাতার এবং তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসন করা হবে। আর অল্প সংখ্যক বন্দিকে গাজায় পাঠানো হবে।
শনিবার সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ধূসর রঙের ট্র্যাকস্যুট পরা কয়েকজন বন্দী গাজার সাথে রাফাহ সীমান্তের মিশরীয় পাশ দিয়ে দুটি বাস থেকে নামছে। ফিলিস্তিনি বন্দীদের বিষয়ক কমিটির প্রধান আমিন শুমান এএফপিকে বলেছেন, মিশরে ট্রানজিট করার পর, নির্বাসিত বন্দিরা বসবাসের জন্য ‘আলজেরিয়া, তুরস্ক বা তিউনিসিয়া বেছে নেবে’।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন আল-কাহেরা নিউজকে বলেছেন, ‘এটি একটি অবর্ণনীয় অনুভূতি’। মুক্তিপ্রাপ্তদের এ সময় বাসের মধ্যে হাসতে দেখা যায় এবং তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, ইসরায়েলি কর্তৃপক্ষের প্রকাশ করা একটি তালিকা অনুসারে, চুক্তির অধীনে এমন ২৩০ জনের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে, যারা ইসরায়েলিদের ওপর বিভিন্ন সময় মারাত্মক আক্রমণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তাদের মুক্তির পরে ফিলিস্তিনি অঞ্চল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available