আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নির্বাসিত অভিবাসীদের ফেরত আনা দুটি মার্কিন সামরিক প্লেনকে অবতরণে বাধা দেওয়ার পরই দেশটির বিরুদ্ধে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে কলম্বিয়া থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে।
ট্রাম্প জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে এই শুল্ক ৫০ শতাংশে উন্নীত করা হবে। এ ছাড়া কলম্বিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা, কাস্টমস পরীক্ষার কঠোরতা এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে তাদের কার্গোতে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।
তিনি বলেছেন, এই ব্যবস্থাগুলো কেবল শুরু। আমরা কলম্বিয়াকে তাদের বাধ্যবাধকতা পালন করতে বাধ্য করবো।
এদিকে, এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কলম্বিয়াও।
অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সম্মানজনক আচরণের ওপর জোর দিয়ে কলম্বিয়ান প্রেসিডেন্ট বলেছেন, আমাদের নাগরিকদের বেসামরিক প্লেনে ফিরিয়ে আনতে হবে। প্রয়োজনে তার নিজস্ব প্লেন ব্যবহারেরও প্রস্তাব দেন তিনি।
পেত্রো আরও দাবি করেছেন, কলম্বিয়াতে ১৫ হাজার ৬৬৬ জন অবৈধ মার্কিন নাগরিক অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্র তাদের কফির ২০ শতাংশই কলম্বিয়া থেকে আমদানি করে, যার বার্ষিক মূল্য প্রায় ২০০ কোটি ডলার। শুল্ক বৃদ্ধির ফলে কফি, কলা, অ্যাভোকাডো এবং ফুলসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এই বাণিজ্য বিরোধের সঙ্গে রাজনৈতিক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। পেত্রো বলেছেন, ট্রাম্প কলম্বিয়ানদের নিচু জাতি মনে করেন। কিন্তু কলম্বিয়া ভয় পায় না। আমরা লড়াই করবো।
তিনি আরও বলেন, আজ থেকে কলম্বিয়া সারা বিশ্বের জন্য উন্মুক্ত।
ক্ষমতাগ্রহণের পর থেকেই ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে অনথিভুক্ত অভিবাসীদের আটক ও নির্বাসনে সামরিক প্লেন ব্যবহার এবং মেক্সিকো সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ট্রাম্প বলেছেন, আমাদের সীমান্ত বন্ধ। সূত্র: বিবিসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available