• ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৪১:৩৩ (02-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৪১:৩৩ (02-Feb-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

উপকূলে ভেসে আসা ২০ মরদেহ লিবিয়াতেই সমাহিত, বাংলাদেশি হওয়ার শঙ্কা

২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৯:৩৪

উপকূলে ভেসে আসা ২০ মরদেহ লিবিয়াতেই সমাহিত, বাংলাদেশি হওয়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার ব্রেগা উপকূলে উদ্ধার হওয়া ২০ জনের মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়া নামক একটি স্থানে সমাহিত করা হয়েছে। তবে সবাই বাংলাদেশি বলে আশঙ্কা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট।

১ ফেব্রুয়ারি শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মরদেহগুলো পচন ধরায় নাগরিকত্ব শনাক্ত করা যায়নি।

বেশ কয়েকটি সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে একটি নৌকা ইতালির উদ্দেশে রওনা দেয়।

ওই নৌকায় অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন। নৌকাটি ডুবে গিয়ে লাশ ভেসে আসছে লিবিয়া উপকূলে। তবে ওই নৌকায় ঠিক কতজন বাংলাদেশি ছিলেন, তা এখনো জানা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় গত রাতে জানায়, ব্রেগার ৪০ কিলোমিটার দূরে মরদেহগুলো সাগরে ভেসে উঠেছে।

লিবিয়ার রেড ক্রিসেন্ট মরদেহগুলো বাংলাদেশিদের বলে আশঙ্কা করলেও কোনো তথ্য-প্রমাণ পায়নি। ঘটনাস্থল লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের অধীন। সেখানে যাওয়ার জন্য অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে বাংলাদেশ দূতাবাস।
এর আগে গত ৩০ জানুয়ারি লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে।

উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
২ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:৩৫:৫৭