নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত উভয় দেশ একে অন্যকে ছাড়া চলতে পারবে না বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রকল্পগুলো খুব শিগগিরই পুনরায় শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
৭ ফেব্রুয়ারি শনিবার আগরতলায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মানিক সাহা বলেন, আমরা ইতোমধ্যেই বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করেছি। মৈত্রী সেতু তৈরি করা হয়েছে। আখাউড়া থেকে আগরতলা রেল যোগাযোগ রয়েছে।
এই রেল যোগাযোগ খুব দ্রুত চালু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মানিক। তিনি বলেন, বাংলাদেশ ভারতকে ছাড়া চলতে পারবে না।
এর আগে, গেল বছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন, বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেশ কিছু প্রকল্প আটকে রয়েছে।
এদিকে, শনিবার ঘোষিত দিল্লি বিধানসভার নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী সাহা রাজধানী দিল্লির জনগণকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন। তিনি বলেন, ‘দেশের মানুষ জানে, মোদিজির নেতৃত্বে তিনি যেভাবে জনগণের জন্য কাজ করেন, দরিদ্রদের কথা ভাবেন, প্রতিটি মানুষের কথা চিন্তা করেন... তাই এই জয় স্বাভাবিক। আপনারাও জানেন, আম আদমি পার্টি সরকার দুর্নীতির সঙ্গে জড়িত। বহুদিন পর দিল্লিতে বিজেপি সরকার গঠন করছে।’
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার এমপি বিপ্লব কুমার দেব দিল্লির নির্বাচনী ফলাফলকে ‘জনগণের আশীর্বাদের প্রতিফলন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমি আগেও জানতাম, কেজরিওয়াল পুরোপুরি কমিউনিস্ট চিন্তাধারার ব্যক্তি। এত বড় মিথ্যাবাদী ও প্রতারক একজন মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকা উচিত নয়। ভারতের রাজধানী তাঁর মিথ্যা থেকে মুক্তি পেল। মোদিজির নেতৃত্বে দিল্লিতে একটি ভালো সরকার গঠিত হবে। আমি আশা করি, দিল্লি নতুন পথে এগিয়ে যাবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available