আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে আরও একটি বিমান পৌঁছছে ভারতে। ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে পঞ্জাবের অমৃতসরে অবতরণ করে বিমানটি। মোদী-ট্রাম্প বৈঠকের পর এই প্রথম অবৈধবাসীদের নিয়ে বিমান পৌঁছল ভারতে।
নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অবৈধ ভারতীয়দের নিয়ে এই প্রথম বিমান পৌঁছল ভারতে। দ্বিতীয় দফায় মোট ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে অমৃতসরে পৌঁছেছে বিমানটি।
শনিবার রাতে অবৈধবাসীদের নিয়ে আমেরিকার বিমান অমৃতসরে পৌঁছনোর আগে বিমানবন্দরে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টু। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সন্ধ্যায় পৌঁছে যান বিমানবন্দরে। আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধ ভারতীয়দের জন্য খাবার এবং থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানান মান। তিনি বলেন, “আমাদের নিজেদের লোকেরা দেশে ফিরছেন। তাঁরা যেন ক্ষুধার্ত না থাকেন।” দ্বিতীয় দফায় ফেরত পাঠানোদের মধ্যে পঞ্জাব ছাড়া অন্য রাজ্যেরও বাসিন্দা রয়েছেন। আজ ১৬ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৬টা নাগাদ তাঁদের দিল্লির উদ্দেশে পাঠানো হবে বলে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী।
এই ১১৯ অবৈধবাসীর মধ্যে ৬৭ জনই পঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এ ছাড়া, গুজরাতের আট জন, উত্তরপ্রদেশের তিন জন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের এক জন এবং জম্মু ও কাশ্মীরের এক জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা।
চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধ ভারতীয়দের নিয়ে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমানের ভারতে আসার কথা। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কত জন আছেন, এখনও জানায়নি আমেরিকা।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। যদিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এ নিয়ে ব্যাখ্যা দেন। তাঁর ব্যাখ্যা, আমেরিকার নিজস্ব আইন অনুসারেই হাতকড়া-শিকল পরানো হয় অবৈধবাসীদের। এই বিতর্কের আবহে শনিবার রাতে আমেরিকা থেকে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে ভারতে। ঘটনাচক্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করে একই দিনে ভারতে ফিরেছেন মোদীও। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available