• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৬:৪৭:৪৫ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৬:৪৭:৪৫ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয় বলে সতর্ক করলেন ট্রাম্প

২১ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:২০:৩৮

তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয় বলে সতর্ক করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এটি ঘটতে বাধা দেবেন বলেও দাবি করেছেন। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মিয়ামিতে একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে এই যুদ্ধ করে কোনো পক্ষের কোনো লাভ হবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনারা এটি (বিশ্বযুদ্ধ) থেকে দূরে নন। আমি বলছি, এটি দূরে নয়। যদি বাইডেন সরকার আর এক বছর থাকতো, তাহলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন।

তবে তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে এ ধরনের যুদ্ধে জড়াতে দেবে না দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্র এসব যুদ্ধে অংশ নেবে না বরং সেগুলো বন্ধ করবে।

ট্রাম্প বলেন, আমরা এই মূর্খ, অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। আমরা নিজেরা এতে অংশ নেবো না। তবে আমরা যে কারও চেয়ে আরও শক্তিশালী হবো। যদি কখনো যুদ্ধ শুরু হয়, এমন কেউ নেই যে আমাদের কাছাকাছি আসতে পারবে।

এদিকে, ইউক্রেন যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করে রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপের তুলনায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার ডলার বেশি ব্যয় করেছে। জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে শত শত কোটি ডলার বিনিয়োগ করতে রাজি করিয়েছেন, যা জেতা সম্ভব নয়।

তাছাড়া ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচন ছাড়া একজন একনায়ক’ বলে কটাক্ষও করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, একজন মধ্যম মানের কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে ৩৫০ বিলিয়ন বা ৩৫ হাজার ডলার ব্যয় করতে রাজি করিয়েছেন, যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং ইউক্রেনের যা জেতা অসম্ভব। সম্ভব নয়।

এদিকে, তৃতীয় বিশ্বযুদ্ধ ও জেলেনস্কিকে নিয়ে দেওয়া ট্রাম্পের বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলে তার বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সূত্র: এএনআই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’
২১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৪৪


বাংলাদেশের বাজারে এলো ফ্ল্যাগশিপ আইটেল এস২৫ সিরিজ
২১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২০:৫৩


ঘোড়াঘাটে উপজেলা যুবলীগ নেতা গ্রেফতার
২১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:২৬

লক্ষ্মীপুরে ৬ দিনব্যাপী বই মেলার উদ্বোধন
২১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:১৭