• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৭:৪০:৪২ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৭:৪০:৪২ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

তেলআবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে ‘অপারেশন প্রমিজ থ্রি’ চালানোর হুঁশিয়ারি ইরানের

২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৪৪:৫৫

তেলআবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে ‘অপারেশন প্রমিজ থ্রি’ চালানোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সঠিক সময়ে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলকে ধ্বংসের হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেইন সালামি বলেছেন, তেহরানের উন্নত অস্ত্র ও দক্ষ সশস্ত্র বাহিনী শত্রুদের যেকোন হামলা মোকাবিলায় সক্ষম। ইরানের পরামাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে উত্তেজনার জেরে এরইমধ্যে নতুন সেনা মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান।

গাজা যুদ্ধ আর পরমাণু কর্মসূচি ঘিরে ইরান-ইসরাইল উত্তেজনা অনেকদিন ধরেই তুঙ্গে। সম্প্রতি, ইরানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবিলার পাশাপাশি দেশটিকে পরমাণু শক্তিধর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জবাবে ইসরাইলকে এক হাত নিল ইরান।

সময় হলেই ইসরাইলকে ধ্বংসে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে কড়া বার্তা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসির শীর্ষ জেনারেল ইব্রাহিম জাব্বারি। তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সঠিক সময়ে নির্ভুলভাবে ‘অপারেশন প্রমিজ থ্রি’ চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
 
শত্রুদের যেকোনো হামলা প্রতিহতে ইরানের উন্নত অস্ত্র ও দক্ষ সশস্ত্র বাহিনী সক্ষম বলে জানিয়েছেন আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

প্রেস টিভিতে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, উন্নত ও আধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত তেহরান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জার্নালিজম ফর সুন্দরবনের কমিটি গঠন
২২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৭:১৪


ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান ইবি শিক্ষার্থীরা
২২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:২৩