• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:৩১:৫০ (10-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৫শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:৩১:৫০ (10-Mar-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সব সময় সুসম্পর্ক চায় ভারত: রাজনাথ সিং

৯ মার্চ ২০২৫ সকাল ০৯:২৯:২৪

বাংলাদেশের সঙ্গে সব সময় সুসম্পর্ক চায় ভারত: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশটির বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাজনাথ সিং বলেন, ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তিনি আরও বলেন, আমরা সর্বদা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। কারণ (সাবেক প্রধানমন্ত্রী) অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি; প্রতিবেশীদের নয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারত পালয়ে যান শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। ৭ মার্চ শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করি; যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে।

রাজনাথ সিং আইএএনএসকে দেয়া সাক্ষাতকারে পাকিস্তান শাসিত কাশ্মীর নিয়ে কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান শাসিত কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানিয়েছে। কারণ, ইসলামাবাদ স্বেচ্ছায় কাশ্মীরকে ভারতের কাছে ফিরিয়ে দেবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট
৯ মার্চ ২০২৫ রাত ০৯:০৫:৩৬