• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:৪৮:০২ (12-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:৪৮:০২ (12-Mar-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

পাকিস্তানে বেলুচিস্তানে ট্রেনে জিম্মিদের ১০৪ জন উদ্ধার, সশস্ত্র গোষ্ঠির ১৬ সদস্য নিহত

১২ মার্চ ২০২৫ সকাল ০৮:২৭:২৯

পাকিস্তানে বেলুচিস্তানে ট্রেনে জিম্মিদের ১০৪ জন উদ্ধার, সশস্ত্র গোষ্ঠির ১৬ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এসময় অভিযানে অন্তত ১৬ জন জঙ্গি নিহত হয়েছে।

সর্বশেষ পাওয়া খবরে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এখনো অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনারা। এতে বলা হয়েছে, জিম্মি হওয়া যাত্রীদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ঘটনাটি ঘটেছে বোলান অঞ্চলের পেরু কানরি এলাকায়।

এর আগে ১১ মার্চ মঙ্গলবার বেশ কিছু জঙ্গি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে।

গণমাধ্যমটি বলছে, চার শতাধিক যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল। চলন্ত ট্রেনে বোমা ফাটিয়ে ও গুলি চালিয়ে, নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এ সময় আহত হন চালক।

এক বিবৃতিতে ট্রেনে হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি বিএলএ। সূত্র বলছে, বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গোলাগুলি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। হামলার ঘটনার পরপরই পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে বেলুচ সরকার।

রেলওয়ে কর্মকর্তা জানান, বুধবার ভোরে জাফর এক্সপ্রেস থেকে উদ্ধার হওয়া ৫৭ জন যাত্রীকে কোয়েটায় পাঠানো হয়েছে। উদ্ধার যাত্রীদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানের পর জঙ্গিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়ে এবং ১৭ জন আহত যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সূত্র জানিয়েছে, হামলাকারীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে যোগাযোগ করছে। হামলার খবর পাওয়ার পর এলাকাটি দুর্গম হওয়ার কারণে নিরাপত্তা বাহিনীকে অভিযানে যেতে বেগ পেতে হয়। এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শেষ হলো নারী উদ্যোক্তাদের মিলনমেলা
১২ মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৬:৪২








গাজীপুরে আবাসিক হোটেলে নারীসহ আটক ৯
১২ মার্চ ২০২৫ বিকাল ০৩:৩৭:১০