আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের মান্দালয়ে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিদোতে। সেখানে অন্তত ৯৬ জন মারা গেছেন। এছাড়া, মান্দালয়ে ৩০ এবং সাগায় ১৮ জনের মৃত্যুর কথা জানা গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৩২ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির বরাতে বার্তাসংস্থা রয়টার্স নিহত ও আহতের তথ্য জানিয়েছে।
অপরদিকে, মিয়ানমারের পার্শ্ববর্তী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০তলা ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ৮১ জন নিখোঁজ আছেন।
ধসের সময় ভবনটিতে প্রায় ৩২০ জন শ্রমিক ছিলেন বলে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে। যার মধ্যে ২০ জন লিফটের ফাঁকায় আটকা পড়েছেন।
সেখানে সেখানে কতজন মারা গেছেন তা জানানো হয়নি। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন এবং ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।
এদিকে, ভূমিকম্পের পর ব্যাংকক ও মিয়ানমারের কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তার জন্য বিশ্বের ‘যেকোনো দেশ ও সংস্থাকে’ আমন্ত্রণ জানিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।
উল্লেখ্য, ২৮ মার্চ শুক্রবার দুপুর ১২টা ২১ মিনিটে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। সূত্র: আল জাজিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available