• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:০০:৪০ (24-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:০০:৪০ (24-Apr-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

পাল্টা পদক্ষেপ নিতে জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের নিরাপত্তা কমিটি

২৪ এপ্রিল ২০২৫ সকাল ০৯:০৮:৫৫

পাল্টা পদক্ষেপ নিতে জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের নিরাপত্তা কমিটি

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে। এ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

কাশ্মীরের পাহেলগামে চালানো হামলায় ২৬ জন পর্যটক নিহত এবং আরও ১৭ জন আহত হন। এ ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এই জরুরি এনএসসি বৈঠকের কথা নিশ্চিত করেন। জাতীয় নিরাপত্তা কমিটিতে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, সামরিক বাহিনীর প্রধানরা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

এর অগে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তান যদি ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়া বন্ধ না করে, তাহলে ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি কার্যকর থাকবে না। চুক্তি ‘স্থগিত’ করার পাশাপাশি আরও কিছু পদক্ষেপ ঘোষণা করা হয়েছে।

ভারতের নেওয়া পাঁচটি বড় পদক্ষেপ হলো: সিন্ধু পানিচুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ১ মে’র মধ্যে ভারতে থাকার অনুমতি বাতিল, দক্ষিণ এশিয়ার সার্ক ভিসা ছাড়ের আওতায় পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ, দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং পাকিস্তানের কূটনৈতিক কর্মীদের সংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনা।

একইসঙ্গে ভারত নিজ দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের ইসলামাবাদ থেকে প্রত্যাহার করেছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাহেলগামের ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে। তবে ভারতের অভিযোগের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুয়েট ভিসির পদত্যাগে ইবিতে আনন্দ মিছিল
২৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:০৫:৩০