আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় হতাহতের ঘটনায় ভারত-পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ইতোমধ্যে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত, সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিতসহ একাধিক পদক্ষেপ দিয়েছে ভারত। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধ, সিমলা চুক্তি বাতিল, ওয়াঘাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। বিশেষ করে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় বড় বিপদে পড়েছে ভারত।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় দেশটির এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর টিকিটের খরচ বেড়েছে। কারণ, আন্তর্জাতিক ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করতে হচ্ছে। এতে নয়াদিল্লি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
ভারতীয় একজন পাইলট জানান, পাকিস্তানের এই পদক্ষেপের ফলে সময়সূচিতে বিশৃঙ্খলা তৈরি করবে এবং বিমান চলাচল সংক্রান্ত নিয়ম অনুযায়ী ফ্লাইট আওয়ার হিসাব নতুন করে করতে হবে, সেই অনুযায়ী ক্রু ও পাইলটদের ডিউটি তালিকা সমন্বয় করতে হবে।
অন্যদিকে আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেয়ায় ভারতের শীর্ষ এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে এখন অতিরিক্ত জ্বালানি খরচ এবং দীর্ঘ যাত্রাপথের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে।
বিমান সংস্থা দুটি জানিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের গন্তব্যের ফ্লাইটগুলোকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হবে। এতে টিকিটের দাম বাড়াতে পারে। বিশেষত আন্তর্জাতিক রুটে এই ভাড়া বৃদ্ধির সম্ভাবনা বেশি।
উল্লেখ্য, ২০১৯ সালে উত্তেজনাকর পরিস্থিতির কারণে প্রায় পাঁচ মাস পাকিস্তানের আকাশসীমা বন্ধ ছিল। এতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোসহ অন্যান্য এয়ারলাইনগুলোর সম্মিলিত ক্ষতি হয়েছিল অন্তত ৬৪ মিলিয়ন ডলার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available