• ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৪:২২ (23-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৪:২২ (23-Apr-2025)
  • - ৩৩° সে:

চাকরি

জবিতে ক্যারিয়ার টক উইট কর্পোরেট এক্সপার্ট অনুষ্ঠিত

২৩ এপ্রিল ২০২৫ সকাল ১১:৩৬:৫৩

জবিতে ক্যারিয়ার টক উইট কর্পোরেট এক্সপার্ট অনুষ্ঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর “মার্কেটিং ক্লাব” কর্তৃক আয়োজিত “ক্যারিয়ার টক উইথ কর্পোরেট এক্সপার্ট” প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন কর্পোরেট জগতের স্বনামধন্য কিছু ব্যক্তিত্ব। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

২২ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় মার্কেটিং বিভাগে এ ডিসকাশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম ও ট্রেজারার ড. সাবিনা শারমিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তাজাম্মুল হক ও সহকারী প্রক্টরবৃন্দ এবং মার্কেটিং ক্লাবের মডারেটর মাহাদি হাসান জুয়েল, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর. ড. ইমরানুল হক ও মার্কেটিং বিভাগের অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ।

প্যানেল আলোচনার মডারেটর হিসাবে ছিলেন মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আনিসুল ইসলাম, বর্তমানে তিনি প্রমোশন ও ক্যাম্পেইন ব্যবস্থাপনা ম্যানেজার হিসাবে এসিআই লজিস্টিকস লিমিটেডে কর্মরত। আলোচনায় আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম, (এরিয়া সেলস ম্যানেজার, ট্রান্সকম ব্যভারেজ লি.), মোহাম্মদ তারেক আজিজ (এসিস্ট্যান্ট ম্যানেজার - সেলস, কোকা-কোলা বাংলাদেশ ব্যভারেজ লি), মুহাম্মদ নাসিম শাহরিয়ার (ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার- বার্জার পেইন্টস লি), জি.এম সাফায়েত হোসেইন (সিনিয়র এক্সসিকিউটিভ, এশিয়ান পেইন্টস বাংলাদেশ লি), আতিকুর রহমান রিয়াদ (সেলস ম্যানেজার, পারফেটি ভেন মেল, বাংলাদেশ লি), মুহাম্মদ হাসানুল হক (সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার, রেককিট বেঙ্কিসের)।

মার্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার বলেন, ‘আমরা আশা করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জব মার্কেটে একটা ব্রান্ড হবে। তারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি স্টাডি রানিং থাকা অবস্থায় সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের মার্কেটের জন্য প্রস্তুত করতে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ