• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ সকাল ১০:০৪:০৯ (14-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ সকাল ১০:০৪:০৯ (14-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে বিভিন্ন পদে ৩৭ আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার

১২ নভেম্বর ২০২৪ সকাল ১১:০৮:১৯

লক্ষ্মীপুরে বিভিন্ন পদে ৩৭ আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার

লক্ষ্মীপুর প্রতিনিধি: সরকারি আইন কর্মকর্তা–সরকারি কৌঁসুলিসহ বিভিন্ন পদে লক্ষ্মীপুরে ৩৭ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়।

১০ নভেম্বর রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ স্বাক্ষরিত একটি পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আহমেদ ফেরদৌস মানিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে তারেক আল আমিন রিসাদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়াও জেলা আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন হারুন উর রশিদ ব্যাপারী। অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে সোহেল মাহমুদ ও একে তৌহিদুর রহমান নিয়োগ পেয়েছেন। আর সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন ৮ জন।

অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আরও ২০ আইনজীবী। এ নিয়ে ৩৭ জন আইনজীবীকে জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নব নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক বলেন, ‘জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছি। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি সঠিকভাবে তা পালন করতে চেষ্টা করব।’

তিনি আরও বলেন, মামলার জট কমাতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিচার প্রার্থীরা যেন সঠিক ও ন্যায় বিচার পান, সে বিষয়ে আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে। সঠিক সেবা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২৪:৫৬




সিলেটে শোরুমের এসি ও ফ্রিজ বিস্ফোরণ, আহত ৫
১৪ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৫৪:৩০