চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ব বিরোধের জেরে দুই কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নাচোল আদালতের বিচারক ঈশিতা শবনম এ আদেশ দেন।
গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে দুই কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন আরও চারজন। নিহত দুজন হলেন ফতেপুর ইউনিয়নের আবদুর রহিমের ছেলে রায়হান (১৩) ও এজাবুল হকের ছেলে মাসুদ রানা (১৮)।
এ ঘটনায় ১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে নাচোল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়। এর আগে ঘটনার দিন মঙ্গলবার দিবাগত রাতেই আজিজুল হক (৫২) ও মো. তাসিমকে (৩২) গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর জানান, আজিজুল ও তামিমকে আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আসামিরা বৃহস্পতিবার ও শুক্রবার পুলিশের রিমান্ডে থাকবেন। রিমান্ডে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available