ডেস্ক রির্পোট: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
১৯ জানুয়ারি রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ নির্দেশ দেন। আইএফআইসি ব্যাংকের চেক প্রত্যাখ্যানের মামলায় সাকিবের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। একই মামলায় সাকিবের সাথে আরও দুই ব্যক্তির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর সাকিব আল হাসানসহ চার জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ওই দিন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।
মামলার নথি অনুযায়ী, ১৫ ডিসেম্বর সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে মামলা করা হয়ছে। ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের আদেশ অমান্য করায় আজ রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available