নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর গুজবের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপাসন এবং সুপ্রিমকোর্টের আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালে উপস্থিত হন তিনি। এ সময় তার বাম হাতে ক্যানোলা লাগানো ছিলো। তাকে ধরে ধরে গাড়ি থেকে নামানো হয়। পরে গণমাধ্যমকে জেড আই খান পান্না বলেন, আমি ভালো আছি, মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকবো।
এর আগে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মত জেড আই খান পান্নার ভুয়া মৃত্যু সংবাদ ছড়ানো হলো।
গত জুলাই ও আগস্ট মাসে শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে অংশ নিয়েছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না। এই রিটটি সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি দায়ের করেন। শুনানিতে রিটের পক্ষে ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার অনীক আর হক এবং অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম উপস্থিত ছিলেন। তবে, হাইকোর্ট এই রিটটি খারিজ করে দেন এবং পুলিশকে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পরবর্তীতে জেড আই খান পান্নারর বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, তবে হাইকোর্ট থেকে তিনি আগাম জামিন পান। এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে, সুযোগ পেলে তিনি শেখ হাসিনার পক্ষে আদালতে লড়াই করতে ইচ্ছুক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available