• ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:০৫:১৬ (24-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:০৫:১৬ (24-Feb-2025)
  • - ৩৩° সে:

আইন-আদালত

চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই: আপিল বিভাগ

২৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:২৯:২২

চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আপিল আবেদনের ওপর আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ চ্যানেল ওয়ানের মালিক গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় ও ব্যারিস্টার মারুফ।

চ্যানেল ওয়ানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, চ্যানেল ওয়ানের বিষয়ে আপিল আবেদন পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানি হয়েছে। শুনানি নিয়ে চ্যানেলের পক্ষে করা আবেদন গ্রহণ করা হয়েছে। ফলে দেশের অন্যতম জনপ্রিয় ‘চ্যানেল ওয়ান’ পুরো উদ্যমে সম্প্রচারে কোনো বাধা নেই।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করার পর টিভি চ্যানেলটির কর্তৃপক্ষ এ বিষয়ে হাইকোর্টে আবেদন করে। কিন্তু আবেদনটি খারিজ হয়ে যায়। সেসময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি না নিয়ে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে। আর সেজন্য চ্যানেলটি বন্ধ করা হয়েছে।

চ্যানেল ওয়ান ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের মালিকানাধীন। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন হয়রানিমূলক মামলায় কারাগারে ছিলেন। সরকার পতনের পর দীর্ঘ কারাভোগ শেষে সম্প্রতি জেল থেকে মুক্তি পান তিনি।

গিয়াসউদ্দিন আল মামুন মুক্তি পেয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন। আপিল শুনানির জন্য দিন ঠিক করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তারই ধারাবাহিকতায় আজ আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মানিকগঞ্জে দুর্নীতি প্রতিরোধে গণশুনানি
২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৫৪:৪৮


বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৩৯:০৭





মেলায় কবি কাজী আনিসুল হক হীরার তিন বই
২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০২:৫৩