• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা মাঘ ১৪৩১ দুপুর ০২:৫৩:৫৩ (16-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা মাঘ ১৪৩১ দুপুর ০২:৫৩:৫৩ (16-Jan-2025)
  • - ৩৩° সে:

সাহিত্য

অ্যামাজনের বেস্ট সেলারের তালিকায় পিনাকী ভট্টাচার্যের নতুন বই ফুলকুমারী

১৬ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০০:১৩

অ্যামাজনের বেস্ট সেলারের তালিকায় পিনাকী ভট্টাচার্যের নতুন বই ফুলকুমারী

ডেস্ক রিপোর্ট: পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘Fulkumari The Tale of a Refugee and a Rat in Pandemic Paris’ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বইটি ইতোমধ্যে আমাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে দুই নম্বর বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে। বইটির সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।

বইটিতে প্যারিসে এক বাংলাদেশি শরণার্থীর গল্প উঠে এসেছে, যিনি মহামারীকালে তার একাকিত্ব কাটিয়েছেন একটি ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব গড়ে। ইঁদুরটির নাম দেন তিনি ‘ফুলকুমারী’। প্রতিদিন ফুলকুমারীকে একটি করে গল্প শোনানোর মাধ্যমে তিনি তার অতীত জীবনের গল্প বুনেছেন। এই গল্পগুলোতে উঠে এসেছে বিপ্লব, দুর্ভিক্ষ, মুক্তিযুদ্ধ এবং পরিবারের স্মৃতিময় মুহূর্ত।

লেখক পিনাকী ভট্টাচার্য বইটির বর্তমান সাফল্যে বেশ উচ্ছ্বসিত। এক ফেসবুক পোস্টে তিনি জানান, বইটি (Fulkumari The Tale of a Refugee and a Rat in Pandemic Paris) হিস্ট্রক্যাল ইন্ডিয়া আর সাউথ এশিয়া বায়োগ্রাফি সেকশনে দুই নাম্বার বেস্ট সেলার। গ্লোবাল র‍্যাংক ২৯,১২৮। এ ফিগারগুলো ফলো করবো কয়েকদিন। দেখি কতোদূর এগিয়ে যাওয়া যায় গ্লোবাল র‍্যাংকে।

তিনি আরও বলেন, ইন্ডিয়ান ইংরেজি সাহিত্যের লেখকেরা এগিয়ে যায়, কারণ ওদের বিশাল ডায়াসপোরা প্রথমেই বইটা কিনে। ফলে আমাজন র‍্যাংকিংয়ে এগিয়ে যায়। এরপরে আমাজনের এলগোরিদম সাজেস্ট করতে থাকে পশ্চিমা পাঠকদের।

তবে একদিনে বইটির এই র‍্যাংকিং বেশ ভালো বলে উৎফুল্ল পিনাকী ভট্টাচার্য। তাইতো ফেসবুকে তিনি এটাও লেখেন- যদি এই বইটা ভালো করে তাহলে লেখালেখিতে পুরোপুরি তিনি মন দেবেন। লিখবেন শুধু ফিকশন।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বইটির সফলতায় ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে লিখেছেন ‘অভিনন্দন পিনাকী’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নলডাঙ্গায় ২০০শ বছরের পুরানো পৌষ মেলা
১৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৪০:০৪





১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর
১৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৫:৩১