স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে ইসমত আরা প্রিয়ার উপন্যাস ‘বাড়ি ফিরে এসো, সন্ধ্যে নামার আগে’। অন্বেষা প্রকাশন থেকে প্রকাশ পেয়েছে এই উপন্যাসটি। বইয়ের প্রচ্ছদ করেছেন আহমদ বোরহান।
সামাজিক প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসে বিশেষভাবে গ্রামবাংলা ও শৈশবের কিছু চিত্র তুলে ধরা হয়েছে।
উপন্যাস সম্পর্কে লেখক প্রিয়া বলেন, আমি সবসময়ই সমাজের ঘটে যাওয়া মূল বিষয় নিয়ে লিখতে ভালোবাসি। চেষ্টা করি লেখার মধ্য দিয়ে মানুষের মন ও মগজে পরিবর্তন ঘটাতে। এছাড়া তিনি বলেন, উপন্যাসটি সম্পর্কে লেখিকা বলেন, ‘শুরু থেকে পাঠকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। এবারের বইমেলায় ঠিক তা-ই হবে, এরকমটাই প্রত্যাশা রাখি।
তরুণ লেখিকা ইসমত আরা প্রিয়ার জন্ম কুষ্টিয়া জেলায়। পড়ালেখা করেছেন বাংলা সাহিত্যে। কিশোরীকাল থেকেই বিচিত্র সব ভাবনা লিখে রাখতে পছন্দ করেন তিনি। রাগ, অভিমান, ভালোবাসা, সব কিছুই তিনি জমাতেন কাগজের পৃষ্ঠায়, ডায়েরিতে। লেখালেখি তার কাছে সাধনা। সেই সাধনাতেই ব্রতী দীর্ঘদিন। লেখক হয়ে ওঠার সাধনায় এগিয়ে যাচ্ছেন একটু একটু করে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার লেখা একাধিক বই। তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে ‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে’।
এছাড়া উপন্যাসটি রকমারি ও বইসদাইসহ অন্যান্য অনলাইন বুকশপে প্রি-অর্ডার শুরু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available