নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের সভাপতি প্রগতিশীল লেখক কাজী আনিসুল হকের অমর একুশে বইমেলায় প্রকাশ পেলো নয়েস পাবলিকেশন থেকে 'স্বয়ং বাংলাদেশ' ও জাগতিক প্রকাশন থেকে 'বিপদজনক একশ এক'। এছাড়াও তার সম্পাদিত লিটলম্যাগ কবিতার কম্পাস প্রকাশিত হয়েছে ।
নয়েজ পাবলিকেশন স্টল নং ৪০৩ এবং জাগতিক প্রকাশন স্টল নং ৫৫১, ৫৫২, লিটল ম্যাগাজিন চত্বরে কবিতার কম্পাস স্টল নং ৩৯ এবং চাষাড়া জিয়া হলে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ স্টল নং ২০-এ বইগুলো পাওয়া যাচ্ছে।
কাজী আনিসুল হক নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকার মৃত সামছুল হক ও শাহীনুর হকের পুত্র। ১৯৮৬ সালর জন্ম। তিনি ছাত্র জীবন থেকে লেখালিখি শুরু করেন। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি একজন সাংবাদিক।
প্রকাশিত বইগুলোর বিষয়ে লেখক বলেন, বাংলা সাহিত্যের মুখ্য ধারা কবিতা। কবিতা এনে দিতে পারে আমাদের সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন। এবারের বইমেলায় আমার দুইটি কবিতার বই ‘বিপজ্জনক একশ এক’ ও ‘স্বয়ং বাংলাদেশ’ প্রকাশ পেয়েছে। এছাড়াও লিটল ম্যাগাজিন ‘কবিতার কম্পাস’ প্রকাশিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available