নিজস্ব প্রদিবেদক: তৃতীয়বারের মতো ‘বইমেলা সেরা বই পুরস্কার ২০২৫’ এবং প্রথমবারের মতো ‘বইমেলা সেরা রিপোর্টার পুরস্কার ২০২৫’র আয়োজন করেছে বইমেলার বিশেষ বুলেটিন ছুটির দিনের বইমেলা।
২২ মার্চ শনিবার সকাল ১০টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এ পুরস্কার দেয়া হয়।
এবার বইমেলা সেরা বই পুরস্কার ২০২৫ পেয়েছেন লেখক আবিদ আজম, সাবরিনা শুভ্রা, মো. মেহেদী হাসান, জয়শ্রী দাস, মাহবুব নাহিদ, হোমায়রা মোর্শেদ আখতার, ফাতেমা কাওসার, শিমুল পারভীন, জাকির মুরাদ, মোরশেদ কমল, মোহাম্মদ কুতুবউদ্দিন এবং ফারজানা ইসলাম। প্রথমবারের মতো বইমেলা সেরা রিপোর্টার পুরস্কার ২০২৫ পেয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কালচারাল রিপোর্টার সিনিয়র সাংবাদিক মোস্তফা মতিহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী ও কবি আসাদ কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটির দিনের বইমেলার সম্পাদক দীপান্ত রায়হান।
জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমানের অবদান নিয়ে লেখা, ‘জুলাই বিপ্লব প্রকাশ্যে-নেপথ্যে তারেক রহমান’ বইয়ের জন্য পুরস্কার গ্রহণ করেন লেখক মো. মেহেদী হাসান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available