• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ১০:৫৪:৪৯ (02-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ১০:৫৪:৪৯ (02-Jan-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দেবে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

১৯ অক্টোবর ২০২৪ সকাল ১০:৪৯:৩৬

সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দেবে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) এবারও আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা। সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা আগামী নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হ‌ওয়ার কথা রয়েছে।

২০ অক্টোবর রোববার থেকে আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, কিংবা সরাসরি কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে সতিকসাসের রেজিস্ট্রেশন বুথে গিয়েও আবেদন করা যাবে। আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

কর্মশালায় প্রশিক্ষণ দেবেন দেশের শীর্ষ গণমাধ্যমের ব্যক্তিবর্গ। সঙ্গে থাকবে মধ্যাহ্ন ভোজ এবং কর্মশালায় অংশগ্রহণের পর সার্টিফিকেট প্রদান করা হবে।

অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ পাবেন ক্যাম্পাস রিপোর্টিং, ফিচার রাইটিং, বেসিক জার্নালিজম, শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা, মোবাইল জার্নালিজম, টেলিভিশন রিপোর্টিং এবং রেডিও জকি বিষয়ে। কর্মশালাটি সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সতিকসাসের সভাপতি তাওসিফ মাইমুন বলেন, সাংবাদিকতা সম্পর্কে শিক্ষার্থীদের উৎসাহী করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধি করতে আমরা এই আয়োজন করছি। এটি কেবল তাত্ত্বিক প্রশিক্ষণ নয়, বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ তৈরি করবে।

সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদ বলেন, আমাদের কর্মশালা শিক্ষার্থীদের সাংবাদিকতার নানা দিক শেখানোর পাশাপাশি তাদের কথা বলার দক্ষতা, জড়তা দূর করা এবং জনসমক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এটি শিক্ষার্থীদের ভবিষ্যতে পেশাগত জীবনে কাজে লাগবে।

প্রসঙ্গত,  প্রতিবছর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







না ফেরার দেশে সাংবাদিক তোফাজ্জল হোসেন
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:০৬