শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: অবৈধ বালু উত্তোলন ও বালু মহাল থেকে বালু পাচার নিয়ে সংবাদ প্রচারের জেরে দৈনিক আজকের দর্পণ, কান্ট্রি টুডে ও বাংলা এফ এমের মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরানকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিবচর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
১১ নভেম্বর সোমবার বেলা ১০টার দিকে উপজেলার ৭১ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় গণমাধ্যমকর্মীরা জানান, শিবচরে মোকলেস হাওলাদারকে নিয়ে “বালু মহাল থেকে পাচার করে বালু বিক্রি” শিরোনামে একটি প্রতিবেদন করেন আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মীর ইমরানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। প্রতিবেদন প্রচারের পর অভিযুক্ত মোকলেস হাওলাদার ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মীর ইমরানকে হত্যার হুমকি দেয়। এসময় মোকলেস হাওলাদারকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান গণমাধ্যম কর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকা জার্নাল এর মাদারীপুর প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, বিজয় টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান, আরটিভির শিবচর প্রতিনিধি খলিলুর রহমান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি রবিউল হাসান, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক রুপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি রবিন চৌধুরী, চ্যানেল এস এর শিবচর প্রতিনিধি নাজমুল হোসেন, জাতীয় অর্থনীতি জেলা প্রতিনিধি রাজু খান, রাজধানী টিভি প্রতিনিধি জাভেদ আহমেদ জুয়েল, আজকের বসুন্ধরা পত্রিকার সাইদুল ইসলাম শওকত, দৈনিক ঘোষণা রকিবুল হাসান রকি, দৈনিক জবাবদিহির শাহিন বিন আনিস,সকালের সময়ের উপজেলা প্রতিনিধি মো. লাভলু, চ্যানেল ২১ এর অপূর্ব চৌধুরী জয়, বাংলাদেশ সমাচারের মাসুদুর রহমান, ডেইলি পোস্টের মশিউর কাজী, মুসলিম টাইমসের উপজেলা প্রতিনিধি মো. তারেক হোসেন, ভোরের দর্পনের প্রতিনিধি রায়হান মিয়া, মাদারীপুর সংবাদের প্রতিনিধি রাসেল মুন্সী প্রমুখ।
এদিকে অভিযুক্তের বিরুদ্ধে সাংবাদিকের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়া শিবচর থানায় একটি জিডি করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available