শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে সাংবাদিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
১৩ ডিসেম্বর শুক্রবার শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয় শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার।
প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন টুটুল, মনির হোসেন মিন্টু, বিএনপি নেতা মো. আবুল বাসার, আমীমুল এহসান হৃদয় প্রমুখ।
অনুষ্ঠানে শাহরাস্তি প্রেসক্লাবের ৫ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক তুলে দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available