• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ সকাল ০৭:৪২:৩৫ (22-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ সকাল ০৭:৪২:৩৫ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

তালায় ২ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

২০ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:০৬:০৬

তালায় ২ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের উপর হামলাকারী সন্ত্রাসী রমজানকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় তালা প্রেসক্লাব ও তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে তালা ডাকবাংলো চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম রমজান সর্দার (৩৬)। তিনি একই উপজেলার ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সর্দারের  ছেলে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,  বৃহস্পতিবার বেলা ১১টায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম তার ছেলে ও মেয়ের জন্মনিবন্ধন করার জন্য উপস্থিত হন। ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে উপস্থিত না থাকায় তারা অপেক্ষা করছিলেন। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে তার এক আত্মীয়ের জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার দিন ধার্য ছিল।  চেয়ারম্যান যাতে ন্যায়বিচার করেন তার জন্য আক্তারুল ইসলাম ও সাংবাদিক আতাউর রহমানকে সুপারিশ করতে বলেন। এ সময় রমজান আলী সর্দার ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে দুই সাংকাদিকের উপর হামলা করেন। এ ঘটনায় সাংবাদিক আক্তারের মাথায় গুরুত্বর জখম হয় এবং সাংবাদিক আতাউরকে কিলঘুষি মেরে আহত করেন। স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খাঁন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিঠু, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, তালা প্রেসক্লাবের সাংবাদিক এম.এ ফয়সাল. মো. বাবলুর রহমান, সাংবাদিক কুদ্দুস পাড়,  এস.এম হাসান আলী বাচ্চু, বিএম বাবলুর রহমান, মো. সোহাগ হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের মো. জামালউদ্দীন, তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মোখলেছুর রহমান, ইমন হোসেন, আব্দুল কুদ্দুস পাড়, আবু সাঈদ, মো. আলমগীর হোসেন, মো. আল মামুন, তালা প্রেসক্লাবের এস.এম জহর হাসান সাগর,পার্থ প্রতিম মন্ডল, মো. ফয়সাল হোসেন, কাজী জীবন বারি প্রমুখ।

এ সময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সাংবাদিক আক্তারুল ইসলামের পিতা মো. শফিকুল ইসলাম, স্ত্রী আঁখি আক্তারসহ রেহেনা আক্তার, মনোয়ারা বেগম, পাপড়ি আক্তার, মো. আজিজুল ইসলাম আজিজ, মিজানুর রহমান খান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
২১ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪২:৪১







সিলেটে ৩ কোটি ২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:৪০

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৫৫