ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: দলবাজি, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও তথ্যসন্ত্রাস সাংবাদিকদের মর্যাদা ম্লান করে দিচ্ছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস করা চলবে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে দখল করে নিয়েছে স্বার্থনির্ভর সাংবাদিকতা।
২৮ ডিসেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক মহাসম্মেলনে সাংবাদিক নেতারা এ কথাগুলো বলেন। জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা বক্তব্য দেন।
সম্মেলনে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ, সৎ, নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনে। একটি আদর্শ গণমাধ্যমের কোনো দল, গোষ্ঠী, সরকার, বিদেশি রাষ্ট্র বা কোনো এজেন্সির কাছে দায়বদ্ধতা থাকে না। দায়বদ্ধতা থাকে শুধু দেশের জনগণের কাছে।
ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার ১২ বছর হয়ে গেছে। কিন্তু বিচার হয়নি। তিনি বর্তমান সরকারকে অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা যেমন সাংবাদিক সুরক্ষা আইন চাই, ঠিক একইভাবে আর কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে গিয়ে যেন কোনো সাংবাদিক আহত না হন, সেটাও চাই।
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশিদ শাইন মহাসম্মেলনে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, জ্যেষ্ঠ সহকারী মহাসচিব বাছির জামাল, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব কামরুল ইসলাম।
জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখায় রাজশাহী বিভাগকে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে বিভাগের সভাপতি নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন অতিথিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available