বরিশাল ব্যুরো: ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির সভাপতি কাজী আল মামুনসহ অন্যান্যরা। এ সময় নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি কাজী আল মামুন।
পরে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রেসক্লাব এবং সাংবাদিকদের উন্নয়নে বছরব্যাপী দপ্তর ভিত্তিক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। পাশাপাশি ক্লাবের ঐতিহ্য এবং সুনাম রক্ষায় সকলকে সঙ্গে নিয়ে কাজ কারার আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ নবনির্বাচিতরা।
এর আগে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে কার্যকরী সংসদের বিদায়ী কমিটির সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সংসদের সভাপতি কাজী আল মামুন। সভা পরিচালনা করেন বিদায়ী এবং পুননির্বাচিত সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। সভায় পূর্ববর্তী মাস এবং বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available