নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২২ জানুয়ারি বুধবার সন্ধ্যায় ইনজয় রেস্টুরেন্ট হল রুমে আয়োজিত বাৎসরিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য (২০২৫-২৮) এ কমিটি ঘোষণা দেওয়া হয়।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার কাজী আব্দুস সামাদ ও দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা (বিটিভি), সহ-সভাপতি শফিকুর রহমান শফিক, হাফিজুর রহমন হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল মোল্লা, সাংগঠনিক সম্পাদক এম হাফিজ (এশিয়ান টিভি ও সম্পাদক শপ্নশীলন), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রনজু, দপ্তর সম্পাদক এম এইচ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ বাহা উদ্দিন শাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শওকত আকবর রতন, আইন বিষয়ক সম্পাদক মো. ওয়াহিদুর নবী বিপ্লব (অ্যাড.), নারী বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার পপি, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোর্শেদ মারুফ, কল্যাণ সম্পাদক মো. মামুন শাহরিয়ার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আবু আব্দুল্লাহ (রহিত)।
নির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ ফারুক হোসেন, আসাদুজ্জামান আসাদ, আলমগীর হোসেন (শিক্ষা বার্তা), শাহ আলম সাগর, রিমি সরদারসহ মোট ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available