কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জিটিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সীকে সভাপতি ও দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে সকলের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন বৈশাখী টিভির আনোয়ার হোসেন, দৈনিক পূর্বাশার চিফ রিপোর্টার জাকারিয়া মানিক ও দৈনিক আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাপ্তাহিক মেগোতির ভারপ্রাপ্ত সম্পাদক আসিফ মান্না ও ডেইলি বাংলাদেশ মিররের সিনিয়র রিপোর্টার রাসেল সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, কোষাধ্যক্ষ পদে রয়েছেন এখন টিভির কুমিল্লা প্রতিনিধি মাসুদ আলম, দপ্তর সম্পাদক পদে রয়েছেন ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি মহসিন কবির, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে জসিম উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার ম্যাক রানা, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক পদে মোহনা টিভির আব্দুল মোতালেব নিখিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডেইলি প্রেজেন্ট টাইমস এর প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, আইটি বিষয়ক সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসেন বিল্লাল।
নির্বাহী সদস্য পদে রয়েছেন কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, জাগরণ টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক, বাংলা টিভির প্রতিনিধি আরিফ মজুমদার, এনটিভির মহানগর প্রতিনিধি আবু সুফিয়ান, দৈনিক আজকের দর্পণের প্রতিনিধি রবিউল বাশার খান, ডেইলি প্রেজেন্ট টাইমস এর জেলা প্রতিনিধি তৌহিদ হোসেন সরকার,বাংলা ট্রিবিউনের আব্দুল্লাহ আল মারুফ, আকাশ টিভির মহিউদ্দিন আকাশ।
এই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, গোমতি সংবাদের সম্পাদক মো. মোবারক হোসেন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, নাগরিক টিভি, আজকের পত্রিকা ও বাসসের প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available